ফ্লোরিডায় হামলা ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা
প্রকাশ : ১৩ জুন ২০১৬, ১৩:১৪
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর ফ্লোরিডায় সমকামীদের নৈশক্লাবে বন্দুকধারীর নৃশংস হামলায় ৫৩ জন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক চিঠিতে এ নিন্দা জানান প্রধানমন্ত্রী।
চিঠিতে শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কঠোর ভাষায় এ সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। যে কোনো প্রকার সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আমার সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করছি।’
প্রধানমন্ত্রী চিঠিতে আরো বলেন, ‘আমার সরকার এবং জনগণ এ কঠিন সময়ে আপনার সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এবং পুনর্ব্যক্ত করছে যে, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আপনাদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে।’
উল্লেখ্য, রবিববার ফ্লোরিডার অরল্যান্ডো শহরের পালস নৈশক্লাবে ওমর মতিন নামে এক বন্দুকধারীর শরীরে বিস্ফোরক বেঁধে, এ্যাসল্ট রাইফেল ও হ্যান্ডগান নিয়ে এলোপাতাড়ি গুলিতে ৫৩ জন নিহত হয় এবং আহত হয় অর্ধশতাধিক জন। পুলিশের অভিযানে ওমর মতিন (২৯) নামে ওই বন্দুকধারী নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, এই ঘটনা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড।