বেনাপোলে নারী-শিশুসহ আটক ১৮
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৪
সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ ১৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
২৫ ফেব্রুয়ারি (শনিবার) সকালে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
আটকরা হলেন, নড়াইলের চন্ডিতলা গ্রামের হরিদাস পালের ছেলে শুধাংশু পাল (৫৫), একই এলাকার অনিল পালের ছেলে নির্মল পাল (৩২), নির্মল পালের স্ত্রী শ্যামলী পাল (২৬), তাদের শিশু সন্তান সৌরব পাল (১২), সুপাল পাল (৯), নড়াইলের দিঘলিয়া গ্রামের গবিন্দ কুমার পালের স্ত্রী আরতি রানী পাল (৩৫), তাদের সস্তান সীমা রানী (১২), তারক কুমার পাল (১০), ইতি রানী (৮), অরশিদ কুমার পালের স্ত্রী শীলা নারী পাল (২৫), তাদের সন্তান রনজিত কুমার পাল (১০) ও স্বপন পোদ্দারের ছেলে শুকান্ত পোদ্দার (১৮), নড়াইলের ঘষিবাড়িয়া গ্রামের নিরোঞ্জন কুমার পালের ছেলে হরিদাস কুমার পাল (৩০), হরিদাস কুমার পালের স্ত্রী ছবি নারী পাল (২৬), তাদের সন্তান প্রভাত নারী পাল (১১), মহারাজ কুমার পাল (১০), নড়াইলের সিঙ্গীয়া গ্রামের সঞ্জয় কুমার পালের স্ত্রী সুসমিতা রানী পাল (২৬), তাদের সন্তান কৃষ্ণা রানী পাল (৫)।
২১-ব্যাটালিয়নের পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার শ্রী হরে কৃষ্ণ রায় জানান, অবৈধভাবে বেশকিছু নারী-পুরুষ সীমান্ত পথে ভারতে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই জহিরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে এবং দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।