২৬ ফেব্রুয়ারি বলয়গ্রাস সূর্যগ্রহণ
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০২:৪০
জাগরণীয়া ডেস্ক
২৬ ফেব্রুয়ারি (রবিবার) বলয়গ্রাস সূর্যগ্রহণ। বাংলাদেশ সময় ওইদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিট ৫৪ সেকেন্ডে গ্রহণটি শুরু হবে এবং রাত ১১টা ৩৬ মিনিটে শেষ হবে।
তবে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৬ মিনিট ৬ সেকেন্ডে। শেষ হবে রাত ১০টা ৩০ মিনিট ৫৪ সেকেন্ডে।
এর মধ্যে সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৫৩ মিনিট ২৪ সেকেন্ডে। যদিও বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।
২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিকে বলয়গ্রাস সূর্যগ্রহণের বিষয়টি জানানো হয়েছে।