জবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৯

জাগরণীয়া ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. আবদুল হালিম প্রামাণিক ওরফে সম্রাটের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ওই বিভাগের এক ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ ওই শিক্ষার্থী বলেছেন, নাট্যকলা বিভাগের চেয়ারম্যান আবদুল হালিম প্রামাণিক (সম্রাট) ১৫ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল সাড়ে ৫টায় মোবাইলে ফোন করে ক্লাসের জন্য তাকে বিভাগে আসতে বলেন। সন্ধ্যার দিকে তিনি বিভাগে এলে চেয়ারম্যান তাকে একাডেমিক বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে ক্লাসরুমে বসতে বলেন। ক্লাসরুমে সম্রাট কু-প্রস্তাব দেন এবং লাঞ্ছিত করার চেষ্টা করেন।

এ সময় অধ্যাপককে ‘ধাক্কা দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে আসেন’ বলে জানিয়েছেন তিনি।

উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নিপীড়ন প্রতিরোধ সেল’এ ঘটনার তদন্ত করছে জানিয়ে বলেন, কমিটি সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান হালিম প্রামাণিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত