অবশেষে মায়ের লাশ নিয়ে দেশে ফিরলো সন্তান
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৫২
আইনি বাধা কাটিয়ে অবশেষে ভারত থেকে মায়ের লাশ নিয়ে দেশে ফিরতে পেরেছেন দিনাজপুরের সেই তরুণ।
শনিবার বিকালে বাংলা হিলি স্থল বন্দর ইমিগ্রেশন পুলিশের ওসি আফতাব হোসেন এ তথ্য জানিয়েছেন।
গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশের দিনাজপুর সদর উপজেলার বরাইপুর গ্রামের বিমলচন্দ্র সরকারের স্ত্রী কনিকা রানী ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মালদহ হাসপাতালে ভর্তি হন। মুমুর্ষু অবস্থায় বালুরঘাট এর এক আত্মীয়ের বাসা থেকে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স চালক ভুল করে কনিকার ঠিকানা লেখেন ভারতের বালুরঘাট। পরদিন সেখানে তার মৃত্যু হয়।
মৃত্যু সনদের ঠিকানা বালুরঘাট থাকায় মায়ের লাশ আনতে সন্তান টোকনকে বাঁধা দেয় ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ।
শনিবার রাতে ওসি আফতাব হোসেন বলেন, বিকাল সাড়ে ৫টায় ভারতের হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষের উপস্থিতিতে কনিকার লাশ তার পরিবার বাংলাদেশে নিয়ে আসে।
তবে কীভাবে ঠিকানার ওই সমস্যা সমাধান হয়েছে তা নিয়ে কিছু জানাতে পারেন নি এ পুলিশ কর্মকর্তা