সাত খুন মামলা: আরেক ফাঁসির আসামির আত্মসমর্পণ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০২

জাগরণীয়া ডেস্ক

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরেক আসামি ওয়াহিদুজ্জামান সেলিম আদালতে আত্মসমর্পণ করেছেন। 

আইনজীবীর মাধ্যমে মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আসামিদের মধ‌্যে সেলিমকে নিয়ে মোট ২৬ জন এ পর্যন্ত গ্রেপ্তার হলেন।

পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন জানান, শুনানি শেষে বিচারক তাকে কারাগারের কনডেম সেলে পাঠানোর নির্দেশ দেন।

ওয়াজেদ আলী খোকন বলেন, ওয়াহিদুজ্জামান সেলিম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আরেক আসামি নূর হোসেনের সহযোগী। রায় ঘোষণার ২৭ দিনের মাথায় আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত‌্যা করে লাশ ডুবিয়ে দেওয়া হয় শীতলক্ষ‌্যা নদীতে।

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন গত ১৬ জানুয়ারি এ মামলার রায়ে নূর হোসেনসহ ২৬ জনকে মৃত‌্যুদণ্ড দেন, যাদের মধ‌্যে ১৬ জনই র‌্যাব সদস‌্য। এছাড়া আরও নয় র‌্যাব সদস‌্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।

মামলার রায় ঘোষণার সময় ২৫ দণ্ডিতের মধ্যে ২৩ জন আদালতে হাজির এবং ১২ আসামি পলাতক ছিলেন।

এদের মধ্যে গত ৫ ফেব্রুয়ারি মাগুরা শহর থেকে সার্জেন্ট এনামুল কবীরকে পুলিশ গ্রেপ্তার করলে পলাতক ছিলেন ১১ জন। এরপর গত ১২ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি আব্দুল আলীম আদালতে আত্মসমর্পণ করেন। সেলিম আত্মসমর্পণ করার পর এই মামলায় রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিসহ নয়জন এখনও পলাতক রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত