প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আগ্রহ বিএনপির

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১০

জাগরণীয়া ডেস্ক

নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আগ্রহ প্রকাশ করেন।

ফখরুল বলেন, রাষ্ট্রপতি যা করার করেছেন। এখন বিএনপি সুষ্ঠু নির্বাচনের সহায়ক সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসবে। নয়তো দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত