কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবন্ধী ছাত্রীকে মারধর

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২০

জাগরণীয়া ডেস্ক

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লালমনিরহাটে আরডিআরএস বাংলাদেশ পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে মিনা আক্তার নামে এক দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রী রক্তাক্ত জখম করা হয়েছে।

শনিবার দুপুরে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রীটির বুকে, পিঠে ও কোমড়ে ধারাল ছুরি দিয়ে আঘাত করে ওই কেন্দ্রের এইচএসসি’র ছাত্র জাহাঙ্গীর হোসেন। মিনা আক্তার প্রতিবন্ধী স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী। গুরুতর আহত প্রতিবন্ধী মিনাকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল পরে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে হামলাকারী কলেজ ছাত্র জাহাঙ্গীর হোসেনকে আটক করে প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে আটকে রেখেছে কেন্দ্র কর্তৃপক্ষ।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আজমল হক জানান, প্রতিবন্ধী মেয়েটিকে বুকের ভেতর এমন ভাবে ধারালো অস্ত্র ঢোকানো হয়েছে তাতে একটি হাড় কেটে গেছে।

প্রতিবন্ধী পুনর্বাস কেন্দ্রটির শিক্ষার্থীরা অফিযোগ করেন, ঘটনার নায়ক জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন থেকে মিনা আক্তারকে উত্ত্যক্ত করতো ও কুপ্রস্তাবও দিতো। মিনা আক্তার এতে রাজি না হওয়ায় তার উপর হামলা করে।

প্রতিবন্ধী কেন্দ্রের রিসোর্স টিচার লতিফা আখতার বলেন, কম দৃষ্টি প্রতিবন্ধী জাহাঙ্গীর হোসেন প্রায় সময় রাগান্বিত হয়ে থাকে। কয়েক মাস আগে তাকে শাসন করতে গেলে সে আমার উপরও চড়াও হয়।

দৃষ্টি প্রতিবন্ধী মিনা’র বাবা আফাজ উদ্দিন জানান, তার দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে আরডিআরএস বাংলাদেশ পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে দিয়েছে পড়াশুনার জন্য। যে কারণে তারাই ব্যবস্থা নিবেন তার মেয়েকে সুস্থ্য করতে। তবে আরডিআরএস যদি আমাকে নির্দেশ দেয় তাহলে আমি মামলা করবো।

তবে আরডিআরএস পরিচালিত দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রটির হোস্টেল সুপার আহসান উল্ল্যাহ কুপ্রস্তাবের বিষয়টি অস্বীকার করে বলেন, কি কারনে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের পক্ষ থেকে আহত মিনা’র উন্নত চিতিৎসার ব্যবস্থা করেছি।

লালমনিরহাট সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত