নীলফামারীতে শিশুছাত্রী যৌন নিপীড়নের শিকার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৪
নীলফামারীতে যৌন নিপীড়নের শিকার হয়েছে চতুর্থ শ্রেণির এক শিশুছাত্রী। ৮ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০টায় শিশু ছাত্রীটিকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটি জেলার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের টেক্সটাইল সুটিপাড়া গ্রামের কৃষক মাহবুবার রহমান দুলুর মেয়ে।
এ ঘটনায় শিশুটির পিতা বৃহস্পতিবার সকালে একই গ্রামের আফতার আলীর ছেলে বাবু (৩৩)কে আসামিকে করে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি (বুধবার) বিকালে মেয়েটি তার বাবাসহ দারোয়ানী বাজারে যায়। সন্ধ্যার পর মেয়েটি একাই বাড়ি ফেরার পথে অভিযুক্ত বাবু শিশু একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে আসামি বাবু পালিয়ে যায়।
শিশুটি এ ঘটনায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাতেই নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নীলফামারী সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. সুলতানা রাজিয়া বলেন, শিশু মেয়েটি যৌন নিপীড়নে শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
নীলফামারী থানার ওসি বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি যত দ্রুত সম্ভব তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।