বরিশালে প্রতিবেশীর হামলায় বৃদ্ধার মৃত্যু
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৭
বরিশালে প্রতিবেশীর হামলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধার নাম রিজিয়া বেগম (৬৫)।
৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর জাগুয়া এলাকায় নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। রিজিয়া ওই এলাকার মৃত সেকান্দার হাওলাদারের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, রিজিয়া তার মেয়ে এলিজার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে জাগুয়ায় নিজ বাড়িতে বসবাস করতেন। বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে কর্মরত হাবিব নামে প্রতিবেশী ও তার পরিবারের সঙ্গে রিজিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল।
প্রতিবেশী কামাল মৃত রিজিয়ার ছেলের বরাত দিয়ে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ এর জের ধরে হাবিব ও তার পরিবার রিজিয়াকে প্রায়ই নির্যাতন করতেন। গত ২০ দিনে তারা দুইবার রিজিয়াকে মারধর করেন। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে দু’দিন আগে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন রিজিয়া। মৃত্যুর আগেরদিনও হাবিব ও তার স্ত্রী রিজিয়াকে মারধর করেন।
এরপর ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে প্রতিবন্ধী নাতি স্কুল থেকে বাড়িতে গিয়ে নানীর মরদেহ দেখতে পান।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।