শ্বাসরোধে গৃহবধূকে হত্যা, স্বামী পালাতক!
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০০
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/02/06/image-5844.jpg)
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় খাদিজা বেগম (২৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মেহেদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে মেহেদুল ইসলাম পলাতক রয়েছেন।
৬ ফেব্রুয়ারি (সোমবার) সকালে গাইাবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফুলহার গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে নিজ ঘরে খাদিজার লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কয়েকদিন ধরে মেহেদুল ইসলামের সঙ্গে খাদিজার পারিবারিক বিষয় নিয়ে কলহ চলে আসছিল বলে জানান স্থানীয়রা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, খাদিজার শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মেহেদুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না।