ঝড়ে ঘরচাপায় দুই গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ১১ জুন ২০১৬, ২২:৫৭
জাগরণীয়া ডেস্ক
ঝড়ো হাওয়ায় ঘরচাপা পড়ে পটুয়াখালী সদর ও গলাচিপায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে দুই উপজেলা প্রশাসন থেকে জানানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আকমল হোসেন ও গলাচিপা উপজেলা র্নিবাহী কর্মকর্তা বাকহিদ হোসেন এ তথ্য চিশ্চিত করেছেন।
নিহতরা হলেন গলাপাচিপার আমখোলা ইউনিয়নের ভাংরা গ্রামের হারুন অর রশিদ হাওলাদারের স্ত্রী সেলিরা বেগম (৩৫) এবং সদরের ছোটা বিঘাই ইউনিয়নের হরিতকি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী তানজিলা আক্তার (২০)।
জেলা প্রশাসক একেএম শামীমুল হক ছিদ্দিকী জানান, ঝড়ে প্রচুর গাছপালা উপড়ে পড়ে ও বেশকিছু কাঁচা ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়।
তিনি জানান, ঘরচাপায় নিহত দুই গৃহবধূর প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
0Shares