তারানা হালিমের সঙ্গে টেলিনর প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০০
জাগরণীয়া ডেস্ক
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে টেলিনর গ্রুপের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল।
৫ ফেব্রুয়ারি (রোববার) প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশে টেলিকম শিল্পের অবস্থা, ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ, গ্রামীণফোনের মাধ্যমে বাংলাদেশে টেলিনর’র দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিবদ্ধতা এবং টেলিযোগযোগ শিল্পের ডিজিটালাইজেশন প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- টেলিনর এএসএ’র চেয়ারপারসন গুন ওয়েরস্টেড, টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেক্কে।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও পেটার বি ফারবার্গ এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন।