‘প্রণোদনা পাচ্ছেন সোয়া ২ লাখ কৃষক’
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৪
কৃষকদের জন্য ৩২ কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকার কৃষি প্রণোদনা ঘোষণা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আর এই এই প্রণোদনা পাবেন দুই লাখ ২৫ হাজার ৯৮৮ জন কৃষক।
১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী।
লিখিত বক্তব্যে মন্ত্রী জানান, ৫১টি জেলায় উফশী আউশ ধান চাষের জন্য ১৭ কোটি ১০ লাখ টাকা দেওয়া হবে। আর ৪০টি জেলায় মেরিকা আউশ ধান চাষের জন্য তিন কোটি ৯০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এ ছাড়া প্রান্তিক কৃষকদের মধ্যে ৩১ কোটি টাকার বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ করা হবে।
উফশী আউশ ধানের জন্য প্রত্যেক কৃষককে প্রতি বিঘা জমির জন্য পাঁচ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি বিওপি, ১০ কেজি এমওপি এবং সেচ সহায়তা বাবদ ৫০০ টাকা দেওয়া হবে। সব মিলিয়ে এক হাজার ৩৫৫ টাকা পাবেন একজন কৃষক। মেরিকা আউশ ধান চাষের জন্য বিঘাপ্রতি কৃষক পাবেন এক হাজার ৯৫০ টাকা।
মন্ত্রী জানান, ৬৪টি জেলায় কুমড়া জাতীয় সবজির পোকা দমনে এক কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকা দেওয়া হবে। সব মিলিয়ে কৃষি প্রণোদনার পরিমাণ ৩২ কটি ৯০ লাখ ১৬ হাজার টাকা।