ফ্রিজে করে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৭, ১৯:১৮
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/01/31/image-5743.jpg)
একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রিজের মধ্যে ইয়াবা পাচারকালে ৪ হাজার পিছ ইয়াবাসহ স্বামী- স্ত্রীকে আটক করেছে পুলিশ।
৩১ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে তাদের আটক করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা। আটকরা হলেন- কেরানীগঞ্জের পানগাঁও জাজিরা এলাকার সাদেমের পুত্র মাসুদ (২৮) ও তার স্ত্রী রেখা (২০)।
সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি ছোট আকারের ফ্রিজসহ তাদেরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই ফ্রিজের ভেতরে বিশেষ ভাবে লুকোনো ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ফ্রিজটি কক্সবাজার থেকে আনা হয়েছিল বলে জানান তিনি।