পতেঙ্গায় সমুদ্রে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:১০

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রাম পতেঙ্গা থানার সি-বিচ এলাকা থেকে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

৩১ জানুয়ারি (মঙ্গলবার) সকালে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পতেঙ্গা থানার আবুল কাসেম ভূঁইয়া জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। অজ্ঞাতনামা ওই তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। হত্যার পর তার লাশ সাগরে ফেলে দিয়েছে বলে ধারণা করছেন পুলিশের ওই কর্মকর্তা।

তরুণীর পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান আবুল কাশেম।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত