গুলশানে অজ্ঞাত নারীর মৃতদেহে গুলি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৭, ২০:২৪
সড়ক দুর্ঘটনার কথা বলা হলেও পুলিশের সুরতহাল প্রতিবেদনে গুলশান থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহের ময়না তদন্ত করে দুটি গুলি বের করার কথা জানিয়েছেন চিকিৎসক। শুক্রবার রাতে হলুদ রঙয়ের সালোয়ার-কামিজ পরনে গুলশান ২ এর ৪৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ির সামনে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানিয়েছেন, ওই নারীর ময়না তদন্তে বাম স্তন ও ফুসফুস থেকে দুটি গুলি বের করা হয়েছে।
তিনি বলেন, “গুলিতেই ওই নারী মারা গেছেন তা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গেছে। দুইটি গুলি ব্যালাস্টিক পরীক্ষার জন্য পুলিশকে দেওয়া হবে।”
গুলশান থানার উপ-পরিদর্শক ফারুক আলম বলেন, “রাত ১১টার দিকে এক অজ্ঞাত নারীকে রক্তাক্ত অবস্থায় অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। তার শরীরের বাম ঠিকটা ছিল থেতলানো, মুখে রক্তের ছোপ ছোপ দাগ থাকায় মনে হয়েছিল তিনি সড়ক দুর্ঘটনার শিকার”।
এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়ে তিনি বলেন, “কেউ মামলা না করলে পুলিশ নিজেই হত্যা মামলা করবে।”