টঙ্গীতে নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
প্রকাশ : ১৩ মে ২০১৬, ১৩:১৬
জাগরণীয়া ডেস্ক
টঙ্গীর খরতৈল এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৩৫ বছর।
টঙ্গী থানার এসআই মো. মাহমুদুল ইসলাম জানান, শুক্রবার (১৩ মে) ভোরে এলাকাবাসী খরতৈল-সাতাইশ সড়কের পাশে একটি বস্তাবন্দি লাশ দেখে থানায় খবর দেয়। পরে সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের গলায় ওড়না পেঁচানো এবং নাকে-মুখে রক্তের দাগ রয়েছে। লাশটিতে পচন ধরেছে। দুর্বৃত্তরা দুই-তিন দিন আগে হত্যার পর বস্তাবন্দি করে লাশ ওই রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে পুলিশ কর্মকর্তার ধারণা।