আদিবাসী নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৭, ০০:৪৬

জাগরণীয়া ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামে শেফালী হেমরম (৩২) নামে এক আদিবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৫ জানুয়ারি (বুধবার) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

দিনাজপুর ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, দুপুরে শেফালীর বাড়ির পাশের একটি কলাবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত