কর্ণফুলীতে নৌকাডুবি, নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৭, ২৩:৩০
অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ২৫ জানুয়ারি (বুধবার) রাত সাড়ে সাতটার দিকে নদীর ১২ নম্বর ঘাঁটের অদূরে এ ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক জ্যাকসন বড়ুয়া বলেন, ’১২ নম্বর ঘাঁট থেকে ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি কর্ণফুলীর দক্ষিনপাড়ে যাচ্ছিল। ঘাটের দেড়শ থেকে দুইশ গজ দূরে যেতেই নৌকাটি ডুবে যায়। এতে অনেক যাত্রী সাঁতরে কূলে উঠে গেলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।’
তিনি বলেন, যাত্রীদের মধ্যে প্রায়ই পোশাক শ্রমিক। তারা কাজ শেষে কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।
এদিকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘নৌকাডুবির ঘটনায় আমরা এক নারীর মরদেহ উদ্ধার করেছি। তবে তার নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। একই ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারে।’
নৌকাডুবির ঘটনার খবর পেয়ে ইপিজেড ফায়ার স্টেশনের একটি গাড়ি ডুবুরিদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর নজরুল ইসলাম।