গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৭, ১২:৪৮
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/01/25/image-5553.jpg)
২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে গোপালগঞ্জ সদরের উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছেই তিনি একাদশ জাতীয় রোভার মুটের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন। তিনি সেখানে বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখবেন। ঐদিন দুপুরে তিনি টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা হবেন।
টুঙ্গীপাড়ায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। ঐদিন তিনি টুঙ্গীপাড়ায় নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।