৫ দিনের রিমান্ডে চায় পুলিশ
তরুণীর মামলায় গ্রেপ্তার আরাফাত সানি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:৫২
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ।
রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া তার রিমান্ড আবেদন করেন। বিকেল ৩টায় ঢাকা মহানগর হাকিম প্রবণ কুমার ভূঁইয়ার আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
প্রাক্তন স্ত্রী নাসরীন সুলতানার দায়ের করা মামলায় আজ সকালে আমিনবাজারের বাসা থেকে সানীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে নেওয়া হয় রাজধানীর মোহাম্মদপুর থানায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. জামাল উদ্দীন জানান, গত ৫ জানুয়ারি আরাফাত সানীর প্রাক্তন স্ত্রী তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়।
আরাফাত সানির মা আক্তার বেগম তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
সানির ভাই ফয়সাল সাংবাদিকদের বলেন, ‘সানি যখন মিরপুরে অনুশীলন করতো তখন এই মেয়েটা তাকে অনুসরণ করতো। এমনকি আমাদের বাসায় গিয়ে তার ভালো লাগার কথা জানায়। কিন্তু সানি তাকে পাত্তা না দেওয়ায় সে এই কাজ করেছে।’
এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘বিষয়টি আমি শুনেছি। সানির প্রথম স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। সানি তার প্রাক্তন স্ত্রীর কিছু ছবি নতুন করে ফেসবুকে আপলোড করায় মামলা হয়েছে। যতটুকু শুনেছি এমনই ঘটনা।’
বোর্ড সানির পাশে থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘এটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার। আগে আমাদের পুরো ঘটনা জানতে হবে। এরপর সিদ্ধান্ত নিতে পারবো। সানির পাশে আমার থাকবো কিনা।’