কিশোরীর ঝুলন্ত মরদেহ, মায়ের দাবি হত্যা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ২২:২৪

জাগরণীয়া ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পপি (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা বাগানবাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পপি বরপা সুতালাড়া এলাকার আবু সাইদ মিয়ার মেয়ে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদ জানান, দুপুরে স্থানীয়রা বাগানবাড়ী এলাকার ওমান প্রবাসী ইব্রাহীম মিয়ার বাড়ির একটি ঘরে পপির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে বলেও জানান এসআই।

এদিকে, মা জোবেদা খাতুনের দাবি, তার মেয়েকে কে বা কারা হত্যার পর ঝুলিয়ে রেখেছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত