স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ২০:২৯
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর মধ্যবাড্ডায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম ফজল শেখ (৫০)। তাকে মাথায় আঘাত করে ও লিঙ্গ কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বাড্ডা থানা পুলিশ তার স্ত্রী চন্দ্রবাহার বেগমকে আটক করেছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, চন্দ্রবাহার নিহত ফজল শেখের প্রথম স্ত্রী। চন্দ্রবাহারকে বিয়ের পর ফজল শেখ আরো দুইবার বিয়ে করেছেন। পারিবারিক কলহের জের ধরে তিনি তার স্বামীর মাথায় আঘাত করেন ও পরে লিঙ্গ কেটে হত্যা করেন বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় চন্দ্রবাহারকে আটক করা হয়েছে।
ওসি জানান, সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে গিয়ে ফজল শেখকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
0Shares