জলঢাকায় জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ২০:২৭

জাগরণীয়া ডেস্ক

নীলফামারীর জলঢাকায় ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ১ম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান উপস্থিত থেকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন মিসেস ইউএনও উম্মে জাকিয়া, সহকারী শিক্ষা অফিসার ও সমন্বয়ক আজমল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গনী ওসমানি, শেখ মুশফিকুর রহমান, হাবিবুর রহমান ও হারুন অর রশীদ।

ইভেন্টগুলি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণা কাবেরী, প্রধান শিক্ষক ফেরদৌসি খানম বেলি, শাহ আফজালুর রহমান আরিফ, লায়লা বেগম, হাবিবুর রহমান, নুরুজ্জামান, সহকারী শিক্ষক মল্লিকা রায়, গোলাম জাকারিয়া বাবু ও ফেরদৌস আলম প্রমুখ।

প্রতিযোগিতা সম্পর্কে এটিও আতাউল গনী ওসমানি বলেন এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের  শিশু কিশোরদের মিলন মেলায় পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, যেকোনো ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ শিশু কিশোরদের মেধাবিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত