বাংলাদেশে পর্নোগ্রাফির প্রবণতা বাড়ছে!
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৭, ১৬:৩৯
বাংলাদেশে দিন দিন স্থানীয়ভাবে পর্নোগ্রাফির প্রবণতা বাড়ছে। টেক্সট, ছবি ও ভিডিও-র বাইরে অডিও পর্নোগ্রাফি একটি নতুন মাত্রা যোগ করেছে। পেশাদারদের মাধ্য সেক্স টেক্সটের অডিও তৈরি করে তা অনলাইনে ছাড়া হচ্ছে। ইউটিউব-এ ‘আপ’ করা হচ্ছে। এর বাজারও বাড়ছে। সম্প্রতি বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ স্কুল ছাত্রদের নিয়ে একটি জরিপ করেছে। আর এতে উঠে এসেছে ঢাকার স্কুল পড়ুয়াদের প্রায় ৭৭ ভাগ পর্নোগ্রাফি দেখে।
মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন জানান, আমাদের এই জরিপটি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে করা হয়। আর তাতে দেখা যায়, পর্নোগ্রাফি তারা ছবি, ভিডিও, অডিও এবং টেক্সট আকারে ব্যবহার করে। এসব পর্নোগ্রাফির আবার বড় অংশই দেশে তৈরি। এই শিক্ষার্থীরা প্রধাণত মোবাইল ফোনে অনলাইনে পর্নোগ্রাফি দেখে। এর বাইরে ট্যাব, ল্যাপটপেও তারা দেখে। আবার পেনড্রাইভ ব্যবহার করে বিনিময়ও করে।
তাছাড়া মানুষের জন্য ফাউন্ডেশনের জরিপের এক ফলোআপে দেখা যায়, ৩০-৩৫ বছর যাদের বয়স এবং তাদের মধ্যে যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের শতভগই একবার হলেও পর্নোগ্রাফি দেখেছেন। নিয়মিত পর্নোগ্রাফি দেখেন ৯০ ভাগ। আর যুবনারীদের মধ্যে সংখ্যাটা শতকরা ৫০ ভাগ।
সূত্র: ডয়চে ভেল