নেশার টাকা না দেয়ায় ঝলসে গেলেন আখলিমা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ২১:১৭
মাদকাসক্ত স্বামীকে নেশার টাকা না দেয়ায় এসিডে ঝলসে যেতে হলো আখলিমাকে। রাজধানীর পূর্ব নাখালপাড়ায় স্বামীর ছোঁড়া এসিডে ঝলসে গেছেন আখলিমা আক্তার (৩২)।
আখলিমার হাত, পেট ও মুখমণ্ডল ঝলসে গেছে। আহতকে শুক্রবার দুপুরে তার ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান।
আখলিমার ভাই রমজান বলেন, "আখলিমার স্বামী কুদ্দুস আগে মালয়েশিয়ায় থাকতেন। সাত মাস আগে দেশে ফেরেন তিনি। এরপর কোনো কাজকর্ম করেন না, মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। শুক্রবার দুপুরে সে বোনের কাছে নেশার টাকা চায়। টাকা না দেওয়ায় আখলিমাকে এসিড ছুড়ে পালিয়ে যায়।”
কুদ্দুস প্রায়ই তার বোনের কাছে টাকা চাইতেন এবং তা না পেলে মারধর করতেন বলেও অভিযোগ করেন রমজান।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আখলিমার শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে।
এ বিষয়ে তেজগাঁও থানার ওসি আব্দুর রশিদ বলেন, পূর্ব নাখালপাড়ার ২৩৮/ডি নম্বর বাড়ির দোতলায় স্বামী-সন্তানদের নিয়ে থাকেন আখলিমা। স্বামী কুদ্দুস স্ত্রীকে সন্দেহ করতেন এবং বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত বলে এলাকাবাসী জানিয়েছে। শুক্রবার দুপুরেও ঝগড়ার সময় এসিড ছুড়ে পালিয়ে যায় কুদ্দুস”।