দারুস সালামের ঘটনায় আনিকার স্বামী রিমান্ডে
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৭, ২৩:৫৪
রাজধানীর দারুস সালামে দুই সন্তানকে হত্যার পর আনিকা বেগমের আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত আত্মহত্যা প্ররোচনা মামলায় তার স্বামী শামীম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
গত বুধবার শামীমের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দারুস সালাম থানায় এ মামলা করেন আনিকার মা নাদিরা বেগম। এরপর বুধবারই শামীমকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে দুই দিনের রিমান্ড চান এসআই নওশের আলী। তবে আলোচিত এ ঘটনার মামলায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মহানগর হাকিম প্রণব কুমার হুই শুনানির জন্য বৃহস্পতিবার দিন রেখেছিলেন। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ আদেশ দেন।
তবে আদালতে শামীমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানিয়েছেন আদালত পুলিশের এসআই মিজানুর রহমান।
এদিকে পুলিশের হাতে আটক সেলুন দোকানের কর্মী শামীম সেদিন স্ত্রী আনিকাকে গালাগাল করার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, আনিকা মঙ্গলবার তার স্বামীর অনুপস্থিতিতে ঘরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বটি এবং আনিকার লেখা ‘আত্মহত্যার চিরকুট’ পাওয়ার কথাও জানান পুলিশ কর্মকর্তারা।
ঘটনার সময় শামীম সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় ছিলেন। ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।