দুর্নীতির মামলায় আদালতে খালেদা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৭, ১২:৪৮

জাগরণীয়া ডেস্ক

দুই মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা ১১টার দিকে খালেদা আদালতে পৌঁছান। পুরান ঢাকার বকশী বাজারে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এ দুই মামলার বিচার কাজ চলছে। 

বিএনপি চেয়ারপারসন ৫ জানুয়ারি আদালতে হাজির হলে হাই কোর্টে তার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকার কথা জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার  আইনজীবীরা। পরে বিচারক খালেদার অসমাপ্ত বক্তব‌্য শোনার জন‌্য ১২ জানুয়ারি দিন রাখেন। 

সেদিন খালেদার আইনজীবী আদালতকে বলেন, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার প্রথম তদন্ত কর্মকর্তা দুদকের নূর উদ্দিন আহমেদ তার প্রতিবেদনে খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের কথা বলেননি। কিন্তু তার সাক্ষ‌্যগ্রহণ না হওয়ায় জেরাও করা যায়নি।

এই যুক্তি দেখিয়ে আসামিপক্ষ দুদক কর্মকর্তা নূর উদ্দিনের সাক্ষ‌্য নেওয়ার আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত