মালিবাগে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৭, ১২:৪৫
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/01/12/image-5373.jpg)
রাজধানীর মালিবাগ মোড়ে যাত্রীবাহী গাড়ির চাপায় সাবিনা বেগম (৫০) নামে এক গৃহকর্মী নারীর মৃত্যু হয়েছে।
নিহত সাবিনা শেরপুর জেলার নকলা উপজেলার পশ্চিম জালালপুর গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী। বর্তমানে রমনার মীরবাগ এলাকায় ভাড়া থাকত।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় প্রভাতি রনশ্রী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে।
নিহতের মেয়ে হাসিনা জানান, তারা তার মা বাসা বাড়িতে কাজ করত। সকালে কাজের জন্য বাসা থেকে বের হলে তিনি দুর্ঘটনার শিকার হন।