চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র জব্দ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৭, ১৪:১৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওযাহেদপুর সীমান্ত হতে ১টি ওয়ানসুটার গান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
পাঁকা ইউনিয়নের শ্যামপুর মাঠ হতে শনিবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়।
ওইদিন সন্ধ্যা সোয়া ৭টায় চাঁপাইনবাবগঞ্জে ৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে ওয়াহেদপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামপুর মাঠে অভিযানকালে ব্যাগ হাতে এক ব্যক্তিকে ভারতের হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে ধাওয়া করে। ধাওয়া খেয়ে সে হাতে থাকা ব্যাগটি ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ওয়ানসুটার গানটি জব্দ করে।
জব্দকৃত অস্ত্রটি শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।