অরক্ষিত লেভেল ক্রসিং, নিহত ৫
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৭, ১২:৫১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/01/08/image-5318.jpg)
গাজীপুরের কালিয়াকৈরে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে একটি প্রাইভেট কারের সাথে মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছে।
কালিয়াকৈর থানার এস আই মো. রাসেল জানান, রবিবার সকাল সোয়া ৯টার দিকে কালিয়াকৈরের নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভারতগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় প্রাইভেটকারটি ছিটকে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়।
এসআই রাসেল জানান, দুর্ঘটনায় ওই গাড়ির চালক, দুই নারী এবং দুটি শিশু ঘটনাস্থলেই মারা যান।
জয়দেবপুর জংশনের মাস্টার শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহের পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইন বন্ধ থাকায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর ও দক্ষিণবঙ্গগামী সুন্দরবন এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলেও তিনি জানান।