শিমুলিয়া-কাওরাকান্দি ফেরি চলাচল শুরু

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৬, ১০:৩৯

জাগরণীয়া ডেস্ক

মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় এই নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কুয়াশার প্রভাব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

মুন্সীগঞ্জের মাওয়ায় কর্মরত বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ঘন কুয়াশার কারণে চলাচল বিঘ্নিত হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শুক্রবার কুয়াশার প্রভাব কাটলে সকাল সাড়ে ৭টা থেকে এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় দুই শতাধিক গাড়ি ছিল। চলাচল স্বাভাবিক হওয়ায় গাড়িগুলো নিজ নিজ গন্তব্যে যেতে শুরু করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত