নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে যুব মেলা
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৬, ০৩:০৮
গাজীপুরে নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক ক্ষমতায়ানে যুব মেলা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্র্যাক আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলা প্রাঙ্গনে সমাবেশে ব্র্যাক গাজীপুর জেলা কর্মকর্তা শংকর শরণ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) সৈয়দ ইফতেখারুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, সমাজসেবা গাজীপুরের উপ পরিচালক শংকর শরণ সাহা, যুব উন্নয়নের সহকারী পরিচালক হাফিজা আইরীন, ব্র্যাক সামাজিক সুরক্ষা কর্মসূচির ব্যবস্থাপক সাহেরা খাতুন ও শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক মর্জিনা খাতুন।
সমাবেশে বক্তারা নারী ও শিশুদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহিংসতা প্রতিরোধ, প্রতিকার ও সামাজিক পুনর্বাসন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সমাবেশে শিশু, কিশোর- কিশোরী ও অভিবাবক সহ ৫শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।