দেশব্যাপী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
প্রকাশ : ০৮ জুন ২০১৬, ১৫:৫১
জাগরণীয়া ডেস্ক
সম্প্রতিকালে দেশব্যাপী সংঘঠিত হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন পালিত হয়েছে। সর্বস্তরের জনমানুষের আয়োজনে বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে মানবাধিকার কর্মী মাদব দত্ত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, এ্যাড. ফাইমুল হক কিসলু, মানবাধিকার কর্মী নাজমুন নাহার, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, সাংস্কৃতিক কর্মী নাসরিন খান লিপি, রতনা পারভিন প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতিকালে দেশজুড়ে সহিংসতা অব্যাহত রয়েছে। সন্ত্রাসীরা চিকিৎসক, পুলিশ কর্মকর্তার স্ত্রী, পুরোহিত, ধর্মযাজক ও মুক্ত চিন্তার মানুষকে হত্যা করছে। জড়িতদের আইনের আওতায় আনা না গেলে এ সহিংসতা বন্ধ হবে না।
এ সময় বক্তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
0Shares