গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

প্রকাশ : ০৮ জুন ২০১৬, ১৪:৫২

জাগরণীয়া ডেস্ক

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রী (১৪) ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।

গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার (৭ জুন) সকালে ওই মামলা করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রবিবার রাতে ওই ছাত্রী পড়ালেখা শেষে রাতের খাবার খেতে রান্না ঘরে যায়। এ সুযোগে ঘরের দরজা খোলা পেয়ে ওই গ্রামের প্রতিবেশী আব্বাস আলীর ছেলে মামুন মিয়া (২০) ঘরে প্রবেশ করে। খাওয়া শেষে সে ঘরে এসে ঘুমিয়ে পড়লে, গভীর রাতে মামুন তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামলা হওয়ার বিষয়ে জানান, মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য তাকে দুপুরে পুলিশি হেফাজতে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত