‘সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থান সুদৃঢ়’
প্রকাশ : ০৮ জুন ২০১৬, ১৪:৩৬
‘বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত যারা করতে চায়, তারাই গুপ্তহত্যা চালাচ্ছে। গুপ্তহত্যার প্রক্রিয়া একই রকম। যারা প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মানুষ হত্যা করতে পারে, তারা স্ট্র্যাটেজি পাল্টেছে।’
বুধবার (০৮ জুন) সৌদি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। হত্যা ধ্বংস এসব ইসলাম সমর্থন করে না। ধর্মের নামে যারা হত্যা চালায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে।’
তিনি বলেন, ‘আমাদের দেশে সত্যিকার ইসলাম ধর্মে বিশ্বাসীকে আহ্বান জানাব, তাদের পরিবারের সদস্যরা সন্ত্রাসী, জঙ্গিবাদী পথে যাচ্ছে কি না, তা দেখার দায়িত্ব তাদের। গুপ্তহত্যাকারীদের খুঁজে বের করা এবং কোথায় বসে তাঁরা প্ল্যান-পরিকল্পনা করে তা বের করতে হবে। সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থান সুদৃঢ়।’
এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশের এসপির স্ত্রীকে হত্যা পরিকল্পিত।’