গাজীপুরের অগ্নিদগ্ধ ৩ নারী ঢামেকে
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৬, ১৮:১৩
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2016/12/12/image-4789.jpg)
গাজীপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে আহত তিন নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে মাইক্রোবাসে করে ঢামেক হাসপাতলে আনা হয় তাদের। আহত তিনজন হলেন- মায়া (২৭), মৌসুমী (২৬) ও নিলুফা (২৭)।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বিকন নিটওয়ার লিমিটেড (ডটকম) নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তাড়াহুড়া করে কারখানা থেকে বের হতে গিয়ে আহত হন প্রায় অর্ধশতাধিক মানুষ। তবে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন কারখানার শ্রমিক ও স্থানীয়রা।