'জীবন-মৃত্যু পায়ের ভৃত্য, বুঝেছে দুর্বৃত্ত'

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:০০

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জীবন-মৃত্যু পায়ের ভৃত্য, বুঝেছে দুর্বৃত্ত।”

হাঙ্গেরি সফর শেষে দেশে ফিরে বিভিন্ন বিষয়ের ওপর শনিবার (০৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুলের করা প্রশ্নের আগে সংক্ষিপ্ত ভূমিকার জবাবে তিনি এ উদ্বৃতি উল্লেখ করেন। 

প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার আগে কোনো ভূমিকা না রেখে সরাসরি প্রশ্ন করার কথা বলা হলেও সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফরকালে বিমানে যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করলে শেখ হাসিনা বলেন, “জীবন-মৃত্যু পায়ের ভৃত্য, বুঝেছে দুর্বৃত্ত। আপনাদের দোয়ায় আমি বেঁচে আছি এবং আপনাদের সামনে কথা বলছি।”

অপর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীর নতুন এয়ার ক্রাফ্ট কেনার ঘোষণার কথা উড়িয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জন্য নতুন এয়ার ক্রাফ্ট কেনার বিলাসিতার সময় আমাদের আসেনি। এয়ার কারো ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা হয় না। সাধারণ মানুষের জন্য কেনা হয়।”

প্রধানমন্ত্রী আরোও বলেন, হাঙ্গেরিতে তার এই সফর দুই দেশের মধ্যে নতুন গতির সঞ্চার করেছে।

হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। হাঙ্গেরি সফরকালে শেখ হাসিনা সোমবার দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দেন। এ ছাড়া তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।  

এসময় বাংলাদেশে চিকিৎসা, প্রযুক্তি ও কৃষিবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি প্রবর্তনের প্রস্তাব দেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস আদের। মৎস্যচাষ (পিসিকালচার) এবং জলজ উদ্ভিদ ও জীবজন্তুর বংশ বিস্তারের (একুয়াকালচার) ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন বলে অঙ্গীকার করেন তিনি। হাঙ্গেরির প্রেসিডেন্ট সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের ভবিষ্যৎ, দুর্যোগ এবং পানি সম্পদ ব্যবস্থাপনার মতো অন্যান্য বিষয় সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

হাঙ্গেরি সফর শেষে গত বুধবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, হাঙ্গেরির সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা নিজেদের অবস্থান সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকরা প্রধানমন্ত্রী বিমানে ত্রুটির ঘটনায় নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বেগ করার কিছু নেই বলে আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত