প্রধানমন্ত্রী ও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকর।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর এবং এখানকার রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে আলোচনায় উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার ‘ঘনিষ্ঠ ও ভ্রাতৃসুলভ’ সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছে নয়া দিল্লি।
তিনি ঢাকা ছেড়ে যাওয়ার পর এক বিবৃতিতে ভারতীয় হাই কমিশন বলেছে, দুই দেশের স্থল ও নৌ সীমা নিয়ে বিরোধের নিষ্পত্তি এবং উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফর করলেন প্রতিরক্ষামন্ত্রী। ভারতের কোনো নিকট প্রতিবেশী দেশে কোনো প্রতিরক্ষা মন্ত্রীর এটাই প্রথম সফর এবং এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গুরুত্বকে ইঙ্গিত করে।