ঢাকায় আনা হয়েছে মিতুর মরদেহ
প্রকাশ : ০৫ জুন ২০১৬, ২৩:৫৪
চট্টগ্রামের জিইসি এলাকার কাছে স্থানীয় নিরিবিলি হোটেলের সামনে নিজ বাসার সন্নিকটে জঙ্গীদের পরিকল্পিত হত্যার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু’র মরদেহ রাজধানীর রামপুরায় তার বাবার বাসায় নেওয়া হয়েছে।
রোববার (০৫ জুন) রাত পৌনে ১০টার দিকে খিলগাঁও মেরাদিয়ার ভূঁইয়া পাড়ার ২২০/এ নম্বর বাড়িতে অ্যাম্বুলেন্সে করে মিতুর মরদেহ নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সহকারী কমিশনার নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (০৫ জুন) সকাল ৭ টা নাগাদ নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোড এলাকায় নিরিবিলি হোটেলের সামনে নিজ বাসার সন্নিকটে নৃশংসভাবে হত্যার শিকার মিতুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে। সেখান থেকে হেলিকপ্টারে করে মিতুর মরদেহ ঢাকায় আনা হয়।