নারী পকেটমার আটক
প্রকাশ : ০৫ জুন ২০১৬, ১৯:৩০
জাগরণীয়া ডেস্ক
এক নারীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় যশোরে ডলি খাতুন (৩০) নামে এক নারী পকেটমারকে আটক করেছে পুলিশ।
রোববার (০৫ জুন) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক ডলি খাতুন শহরের রেলগেট রায়পাড়া এলাকার নাজমুল হোসেনের স্ত্রী।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, দুপুরে হাসপাতাল চত্বরে এক নারীর ব্যাগ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় তিনি চিৎকার করে ওঠেন। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ পকেটমার ডলিকে আটক করে।
ডলি খাতুন একজন পেশাদার পকেটমার। ইতোপূর্বেও তিনি পুলিশের হাতে আটক হয়েছেন বলে জানান ওসি।