ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৬, ১৬:৫১
জাগরণীয়া ডেস্ক
ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের বাসা থেকে মিলন টিকাদার নামের এক কাজের ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের গলায় গামছা প্যাঁচানো অবস্থা ছিলো।
বুধবার (২৩ নভেম্বর) সকালে প্রতিমন্ত্রীর বেইলি রোডের বাসা লাশটি উদ্ধার করা হয়।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, সকালের ওই বাসা থেকে একজন খবর দেয়। পরে বাসায় গিয়ে মিলনের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে। সে আত্মহত্যা করেছে, নাকি অন্য কোনো কারণ আছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।
তিনি আরও বলেন, বেইলি রোডের মিনিস্টার বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। মিলন ওই বাসায় অনেক দিন ধরে কাজ করত।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।