সৎমাকে কোপানো ছেলেটিকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৬, ১৪:১১

জাগরণীয়া ডেস্ক

সৎমাকে কুপিয়ে আহত করার ঘটনায় আটক হারুন অর রশিদকে (৩০) ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার (২০ নভেম্বর) রাত ৯টায় সদর থানাহাজত থেকে ছেড়ে দেওয়া হয় তাকে।  

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, ‘সৎমাকে জখমের ঘটনায় কেউ মামলা করেনি। তাই ছেড়ে দেওয়া হয়েছে হারুন অর রশিদকে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।’  

সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় ওই নারী কিংবা তার স্বামী কোনো মামলা না করায় ছেড়ে দেওয়া হয়েছে হারুন অর রশিদকে।’ 

প্রসঙ্গত, ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের সাদেকুল ইসলাম কিছুদিন আগে আনোয়ারা বেগমকে (৩৫) দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়ের কথা জানাজানি হলে সাদেকুলের প্রথম স্ত্রী হাসিনা বেগম ও ছেলে হারুন অর রশিদ আপত্তি জানান।

শনিবার (১৯ নভেম্বর) রাতে আনোয়ারা বেগমকে বাড়িতে নিয়ে আসেন সাদেকুল। রবিবার (২০ নভেম্বর) সকালে এ কথা জানতে পেরে সাদেকুলের ছেলে হারুন অর রশিদ কুপিয়ে জখম করেন সৎমা আনোয়ারাকে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত