মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২, নিখোঁজ ৮
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৬, ১১:০৮
মাদারীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ২০ জন সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও দুই শিশুসহ নিখোঁজ রয়েছে আরও আটজন।
শনিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার থানাধীন পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন বরগুনা জেলার কামাল উদ্দিন (৩৫)। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার ফুলঝরি এলাকায়। তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক বলে জানা গেছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ভোরে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। পথে পান্তাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক ২০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে আটজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ওসি।
তিনি বলেন, সকাল ৯টা পর্যন্ত বাসটি তোলা সম্ভব হয়নি। বাসটি পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। তাই উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।