স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৬, ১৪:০৪
যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে বরিশালে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত কামাল আকন (৩২) উজিরপুর উপজেলার পূর্ব মুণ্ডপাশা গ্রামের আব্দুল কাদের আকনের ছেলে।
বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মো. আবু তাহের এ রায় দেন। একইসঙ্গে আদালত কামালকে এক লাখ টাকা জরিমানা করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছির আহম্মেদ বাবুল।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, "২০১০ সালে প্রেমের সম্পর্কের জেরে একই উপজেলার জয়শ্রী গ্রামের আলিমউদ্দিন বেপারির মেয়ে তানিয়া আক্তার ও কামালের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবি করে আসছিলেন কামাল। তার দাবির প্রেক্ষিতে বাবার বাড়ি থেকে ৮০ হাজার টাকাও দেন তানিয়া। এরপর আবারও যৌতুকের দাবিতে তানিয়ার উপর নির্যাতন শুরু করে কামাল"।
দাবি করা টাকা না পেয়ে ২০১২ সালের ৪ অক্টোবর রাতে শ্বাসরোধ তানিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় ৬ অক্টোবর তানিয়ার মা সুফিয়া বেগমউজিরপুর থানায় মামলা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
তদন্ত শেষে ২০১৩ সালের ১১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবীর।