শিশু হত্যার অভিযোগে মা আটক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৬, ২২:৪৫

জাগরণীয়া ডেস্ক

প্রাক্তন স্বামীর সাথে বিরোধের জের ধরে খুলনা নগরীতে নিজের ১০ মাস বয়সী ছেলেকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সোমবার নগরীর ৪ নম্বর ফুড ঘাট বস্তিতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ফাতেমা বেগম (২৫) ওই এলাকার রুবেল হোসেনের সাবেক স্ত্রী। 

ওসি শফিকুল বলেন, "রুবেলের সঙ্গে বিচ্ছেদের পর ফাতেমা ছেলে হোসেন হাওলাদার নিয়ে আলাদা থাকতেন। সম্প্রতি রুবেল আবারও ফাতেমাকে বিয়ে করতে চান। কিন্তু ফাতেমা বিয়েতে রাজি না হওয়ায় দুইজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে ফাতেমা ছেলেকে শ্বাসরোধে করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে”।

ওসি জানান, স্থানীয়রা হোসেনের লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও ফাতেমাকে আটক করে।

শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত