খাদিজার বাম হাতে অস্ত্রোপচার সোমবার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৬, ১৩:৪৮
সিলেটের কলেজ শিক্ষার্থী খাদিজা আক্তারের বাম হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। সোমবার (০৭ নভেম্বর) এই অস্ত্রোপচার হবে।
রবিবার (০৬ নভেম্বর) সকালে খাদিজার চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন তার ভাই শাহীন আহমেদ।
তিনি জানান, সোমবার খাদিজার বাম হাতে অপারেশন করবেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এই দিন তার মাথায় আরো একটি অপারেশন করা হবে। এটাকে ‘ক্রেনিওপ্লাস্টি’ বলা হয়। এই দুটি অপারেশন খু্বই গুরুত্বপূর্ণ। খাদিজা আগের চেয়ে এখন অনেক ভালো আছে। তার শরীরের বাম অংশ আগের চেয়ে বেশি রেসপন্স (সাড়া) করছে। এখন ধীরে ধীরে মুভ (নড়াচড়া) করতে পারছে।
এদিকে হাসপাতালে খাদিজার পাশে রয়েছেন বাবা মাসুক মিয়া জানান, খাদিজা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। একটু একটু কথা বলছে। সবাইকে চিনতেও পারছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে নরম খাবার দেওয়া হচ্ছে।