পার্বতীপুরে স্কুল ছাত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৩:০৮
পার্বতীপুরে এক স্কুল ছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিতার মা এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক আনোয়ার হোসেনকে (২৫) গ্রেপ্তার করে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে, ভিকটিম স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় পার্বতীপুর শহরের রোস্তম নগর মহল্লার আদর্শ কলেজ পাড়ার বাসিন্দা কিশোরী মেয়ে (১৪) কে বাসায় রেখে তার মা অন্যের বাড়ীতে ঝি-এর কাজ করতে যায়। এ সুযোগে বাসায় একাকী পেয়ে একই মহল্লার আঃ সাত্তারের পুত্র আনোয়ার হোসেন (২৫) বেলালের বাড়িতে ঢুকে জোরপূর্বক ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে তার মা বাসায় ফিরে আসলে সে সব খুলে বলে।