লঞ্চ থেকে স্ত্রীকে ফেলে দিল স্বামী!
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১২:৫০
চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে স্ত্রী মরিয়ম বেগমকে (৩৮) লঞ্চ থেকে ফেলে দেওয়ায় তার স্বামী হামিদ মোল্লাকে (৪২) আটক করেছে পুলিশ। মরিয়ম জেলার ফরিদগঞ্জ উপজেলার মানরী গ্রামের মোঃ হোসেনের মেয়ে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধব্যপুর ইউনিয়নের পাচৈ গ্রামের মোল্লা বাড়ি থেকে হামিদকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। হামিদ ওই গ্রামের বাসিন্দা এবং এলাকায় কবিরাজ হিসেবে পরিচিত।
গন্ধব্যপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনির হোসেন জানান, সোমবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় হামিদ তার স্ত্রী মরিয়মের চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওয়ানা হন। পথে লঞ্চ থেকে ধাক্কা দিয়ে স্ত্রীকে নদীতে ফেলে দেন। রাতে তিনি একা ফিরলে বাড়ির লোকজন মরিয়ম কোথায় জানতে চান। এসময় তিনি প্রথমে বলেন, লঞ্চ ডুবে মরিয়ম নিখোঁজ হয়েছেন। আবার বলেন, লঞ্চে আগুন লেগেছে। এতে সন্দেহ হওয়ায় বাড়ির সদস্যরা তাকে চাপ দিলে তিনি লঞ্চ থেকে স্ত্রীকে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম বলেন, নিখোঁজ মরিয়মকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে হামিদ মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।